আজ সিকিম যাচ্ছে WAG!
বর্তমানে ট্যুরিস্ট সমাজের তীর্থগ্রুপ হিসেবে বিবেচিত WAG দেশ জয় করে এবার বহির্বিশ্বে মোজা পরা পা রাখতে যাচ্ছে।
বিবাহজনিত জটিলতা এবং বহির্বিশ্বের হস্তক্ষেপে দুইজনের যাত্রা বিলম্বিত হয়েছে যদিও। তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রায় সকলেই যাচ্ছেন এই লাক্সারি ভ্রমণে।
ওয়েগ জানিয়েছে তাদের এবারের ভ্রমণ হবে ইতিহাসের দীর্ঘস্থায়ী 'সিকিম ভ্রমণ' যা কিনা উপচে পড়বে দার্জিলিং এমনকি কলকাতার 'নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর'-এ।
নাম প্রকাশ না করার শর্তে একজন ওয়েগ মেম্বার বলেছেন,
'যাচ্ছি, তবে যাচ্ছি প্রথম না'।
শুভ কামনা ওয়েগ।